সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন ও সেবা তথ্য পৌঁছে দিতে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক করেছে পটুয়াখালী জেলা তথ্য অফিস।
রবিবার (৫ মে) সকালে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর গ্রামে আব্দুল লতিফ মোল্লার বাড়ির উঠানে এই মহিলা সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসাঃ হ্যাপী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার। আরও বক্তব্য রাখেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক তরুণ সংগঠক ও সাংবাদিক জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। এসময় স্থানীয় নারীদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সম্পর্কে অবগতকরণ, সরকারি সেবা গ্রহণে তথ্য ও প্রযুক্তির সহায়তা নেওয়া, নিজের তথ্য ও মোবাইল ব্যাকিং এর নিরাপত্তা নিশ্চিত করা, তাপ প্রবাহে নিজে, পরিবার ও শিশুদের যত্ন নেওয়া, বজ্রপাতে নিরাপদে থাকা, স্থানীয় উন্নয়নে সহায়তা প্রদান, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবায় সর্তক থাকা এবং শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।