ইশরাত লিটনঃ “বন্ধুত্বের বন্ধনে হারাবো না জীবনে” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে আমরা-৯৪ পটুয়াখালীর ব্যানারে সমুদ্র সৈকত কুয়াকাটায় উদযাপিত হলো দুইদিন ব্যাপী বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০২৪। ২৩/২৪শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ও শনিবার কুয়াকাটা পর্যটন কেন্দ্রে প্রায় দুই শতাধিক বন্ধু ও বান্ধবীদের নিয়ে এক অনাবিল আনন্দের মেলবন্ধন ঘটে। পটুয়াখালী জেলার সকল ৯৪ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সৈকত প্রাঙ্গণ। সকালে র্যালী, দুপুরে মধাহ্নভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে প্রথম দিনের সমাপ্তি হলেও পরের দিন সূর্যাস্ত অবলোকনের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। সে সময় ফেলে আসা দিনগুলোরর কথা মনে করতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পরে। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নজরুল ইসলাম, এনানুল কবির, মেহেদী তাজ, শাহ-জালাল, কাজী আবু সামুন, আহসান হাবিব, ফরিদুজ্জামান এবং ইশরাত লিটন প্রমুখ।
০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সমুদ্র সৈকত কুয়াকাটায় আমরা-৯৪ পটুয়াখালী’র বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
-
ইশরাত লিটন, পটুয়াখালীঃ - আপডেট সময়: ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- ২৯৮ বার পড়া হয়েছে
Tag:
জনপ্রিয়

















