জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আইন শৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন পটুয়াখালী সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইমতিয়াজ আহমেদ।
রবিবার রাত ৮ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডেইলি স্টারের প্রতিনিধি এ্যাডভোকেট সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়ের উপস্থাপনায় মতবিনিময় সভায় পটুয়াখালী সদর উপজেলার বর্তমান আইন শৃংঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা আরো বেগবান করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি বিটিভি’র প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও আরটিভি’র প্রতিনিধি মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শংকর লাল দাস, দৈনিক জনকন্ঠ ও ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, সময় টেলিভিশনের মনির হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি চিন্ময় বণিক, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাবের এ্যাক্টিভ সদস্য দৈনিক আমাদের অর্থনীতি’র প্রতিনিধি আফরিন জাহান নিনা, নিউজ টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, মাই টিভি’র প্রতিনিধি মশিউর রহমান বাবলু, দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি আতিকুল আলম সোহেল, এখন টেলিভিশনের প্রতিনিধি সৈয়দ কবির হোসেন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মিজানুর রহমান (এনামুল), দেশ টেলিভিশনের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল সাঈদ, নাগরিক টিভি ও দৈনিক পটুয়াখালীর বার্তা সম্পাদক মো. শফিকুল ইসলাম সুমন, News24 এর প্রতিনিধি শিকদার জোবায়ের আহমেদ, সময় টেলিভিশনের প্রতিনিধি শিকদার জাবের আহমেদ, সোনালী খবরের প্রতিনিধি মো. কামরুজ্জামান হেলাল, দৈনিক গণজাগরন এর প্রতিনিধি অপূর্ব সরকার, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন সুজন দাম, দৈনিক আজকের বসুন্ধরা এর প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা সমাজের দর্পন এবং মর্যাদার। সমাজ উন্নয়নে ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সংবাদ আদান প্রদানে সমন্বয় আবশ্যক। সংবাদ প্রকাশে যে কোন ঘটনার তথ্য-উপাথ্য চাওয়ামাত্র পুলিশ কর্তৃক সাংবাদিকদেরকে দ্রুত সরবরাহ করার কথা বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। এ ব্যাপারে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।