মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: সচেতনতা সৃষ্টি করে সড়ক দুর্ঘটনা রোধে পটুয়াখালীর দুমকীতে অটো, মিশুক ও মাহিন্দ্র চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় দুমকী উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেল আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬' শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।