জালাল আহমেদ, পটুয়াখালীঃ দ্বাদশ জাতীয় সংসদ পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ৭মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ কার্যদিবসে কার্যপ্রনালী ৭১বিধি অনুসারে অতি জরুরী জন গুরুত্বপুর্ন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর উপর নতুন বাজার – লাউকাঠী পয়েন্টে ও গুলিশাখালী নদীর উপর খাসের হাট কেওয়াবুনিয়া পয়েন্টে দুইটি সেতু নির্মানের জন্য মনোযোগ আর্কষনের নোটিশ প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ তাজুল ইসলামের বরাবর। মন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে শোনেন এবং পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর উপর নতুন বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে লাউকাঠী পয়েন্টে ও গুলিশাখালী নদীর উপর খাসের হাট কেওয়াবুনিয়া পয়েন্টে দুইটি সেতু নির্মান কাজ বাস্তবায়নে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে সংসদে জানান। সংসদের অধিবেশন পরিচালনায় ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।
পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী লাউকাঠী পয়েন্টে ও গুলিশাখালী নদীর উপর খাসের হাট কেওয়াবুনিয়া পয়েন্টে দুইটি সেতু নির্মানের জন্য সংসদে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির মাহমুদ সেলিম, পটুয়াখালী সদর উপজেলার সভাপতি মোঃ কামরুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াছসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ।