পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরঘেষা লাঠকাঠী খেয়াঘাট পারাপারে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের জন্য ৫ ফেব্রুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ এর ১ম অধিবেশনে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার তার ভাষনে লাউকাঠী খেয়াঘাট সংলগ্ন ব্রীজ নির্মানের দাবী উল্থাপন করায় তাঁকে এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার(৬ফেব্রুয়ারী) সকাল ১০ টায় লাউকাঠি খেয়াঘাট সংলগ্ন বাজারে ১ নং লাউকাঠী ইউনিয়ন পরিষদের আয়োজনে শুভেচ্ছা মিছিল পূর্ব স্থানীয় প্রবীন ব্যক্তিত্ব আতাহার উদ্দিনের সভাপতিত্ব ও ইউপি সদস্য বিপ্লব কুমার দত্তের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে পটুয়াখালী-১ আসনের সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার কর্তৃক লাউকাঠী নদীতে ব্রীজ নির্মানের প্রস্তাব করায় এবিএম রুহুল আমিন হাওলাদারকে ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরকেসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে লাউকাঠী ইউনিয়নবাসীর পক্ষে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস খান। আরো বক্তব্য রাখেন লাউকাঠী বাজার’র সভাপতি মো. ইসহাক সিকদার, দরিতালুক মডেল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দুলাল, লতিফ স্কুলের সহকারী শিক্ষক উত্তম কুমার সমাদ্দার, ইউপি সদস্য কাজল কর্মকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম বশির, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আফজাল শরীফ, যুবসংহতির নেতা মো. সহিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ। সভায় বক্তারা এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার কর্তৃক প্রস্তাবিত লাউকাঠী নদীতে ব্রীজ নির্মান দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। #