জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদ্য ঘোষিত কমিটিতে সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য পটুয়াখালীর কৃতি সন্তান শাহ মোঃ মাসুম বিল্লাহকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় পটুয়াখালীতে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) রাতে দি-পটুয়াখালী চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেম্বার কার্যালয়ের সামনে মিছিল শেষ করে। এ মিছিলের অগ্রভাগে ছিলেন জজকোর্ট পটুয়াখালীর এপিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম জেলা কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আরিফুর রহমান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফুর রহমান রানা, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. আব্দুর রহিম, যুবদল নেতা খন্দকার সুজন, ইমাম হোসেন, সরোয়ার মৃধা ও ইঞ্জিঃ বাবুল হোসেন প্রমুখ।
মিছিলকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত-চূড়ান্ত, শাহ মো. মাসুম বিল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছাসহ প্রভৃতি শ্লোগান দেয়।