মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ গত ২১ মে-২০২৪, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করেছেন। বুধবার বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো.শওকত আলী শপথ বাক্য পাঠ করান। এসময় বারিশাল বিভাগের ১৪টি উপজেলার নির্বাচিতরা উপস্থিত থেকে শপথ গ্রহন করেন।
শপথ গ্রহণ শেষে বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান বলেন, “আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের অভিভাবক সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। আধুনিক,স্মার্ট, সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত বাউফল গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবো।”
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার প্রমূখ।