জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনাঃ বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথাসহ চামড়া উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর এলাকায় কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চরের জঙ্গলের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০২ টি হরিণের মাথা ০৯ টি চামড়া, ১১ টি পা, ০৪ টি লেজ এবং ০৪ টি শিং উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের চামড়া, মাথা, পা, শিং ও লেজ পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়।