1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

লবনাক্ত জমিতে উচ্চ মূল্যমানের ফসল চাষে পটুয়াখালীতে নলেজ শেয়ারিং ওয়ার্কশপ

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ দেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় এলাকায় “লবণাক্ত জমিতে উচ্চ মূল্যমানের ফসল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন
(পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরী সহায়তায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট(ডিএফইডি) কতর্ৃক চৎড়সড়ঃরহম অমৎরপঁষঃঁৎধষ ঈড়সসবৎপ রধষরুধঃরড়হ ধহফ ঊহঃবৎঢ়ৎরংবং(চঅঈঊ) চৎড়লবপঃ –এর আওতায় পটুয়াখালী জেলার সদর ও মির্জাগঞ্জ এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় নলেজ শেয়ারিং ওয়ার্কশপসহ বিভিন্ন উপকরন প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রকল্পের আওতায় ৩০ নভেম্বর পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সভাকক্ষে ডিএফইডি বরিশাল জোনের ম্যানেজার কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী “নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কৃষি গবেষনা ইনন্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা প্রহলাদ চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষিকর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাস চন্দ্র হাওলাদার, ডিএফইডির এ্যারিয়া ম্যানেজার মো. মহসীন হোসেনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষানীগণ। ওয়ার্কশপে সূচনা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলাম। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ডিএফইডি এর কো-অর্ডিনেটর (কৃষি) মো.নিয়ামুল কবীর। কর্মশালায় প্রধান অতিথি ডিএফইডি কর্তৃক এ ধরনের কর্মশালার প্রসংশা করে বলেন- উপকূলীয় প্রকল্প এলাকার লবনাক্ত জমিতে উচ্চ মূল্যমান ফসল চাষের মাধ্যমে ভোজ্য তেলের ঘাটতি পূরনে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি উচ্চ মূল্যমান ফসল চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় বাড়বে এবং উপকারভোগী চাষীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভুমিকা রাখবে। তিনি ডিএফইডি সংস্থা দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে লবনাক্ত এলাকায় লবন সহনীয় ফসল উৎপাদনে আরো কাজ করার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট