জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় রিমালের কারনে ৩য় ধাপের স্থগিত উপকুলীয় ২২ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন ৯ জুন রবিবার। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন।
পটুয়াখালীর স্থগিতকৃত ৩ উপজেলার ১৬৭টি ভোট কেন্দ্রে ব্যালট ব্যাতীত অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে প্রিজাইডিং অফিসারগন উপজেলা নির্বাচন অফিস থেকে স্ব স্ব কেন্দ্রের জন্য ভোট গ্রহনের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। রবিবার সকালে পাঠানো হবে ব্যালট পেপার। শান্তিপূর্ন পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। প্রতিটি উপজেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা যাদব সরকার জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ৩ উপজেলায় ৩৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ৫ জন পুলিশ, ৩ অস্ত্রধারী সহ ১৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক কোষ্টগার্ড, র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে বলে জানান তিনি।
পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।