সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও অসহায় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপহার ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগামী রবিবার (৯ জুন) পটুয়াখালীতে আগমন করবেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এ সময় তিনি কলাপাড়া, মহিপুর ও আমতলীতে ত্রাণ বিতরণ করবেন। তার আগমনের খবরে পটুয়াখালীতে কৃষক লীগের নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা।
পটুয়াখালী সফরকালে তার সঙ্গে আরও থাকবেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসীম উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক মীর শওকত হোসেন শানু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন ও জেলা কৃষক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।