জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা উৎসব।
১৭ জুন (সোমবার) ঈদ-উল-আযহা উদযাপনের দিন সকাল ৭ টায় পটুয়াখালী পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ প্রধান জামাতে ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ। এ জামাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েবসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য শীর্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ জামাতে প্রায় ১০ সহাস্রাধিক মুসুল্লি অংশগ্রহন করে।
এ জামাতে সমাজের শান্তি ও কল্যান কামনা শেষে মুসুল্লীদেরসহ সর্বসাধারনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েব।
একই সময় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় পটুয়াখালী মডেল মসজিদ প্রাঙ্গনে। এখানে ইমামতি করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. তানভীরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমসহ সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা ও মুসুল্লিগণ। এ মডেল মসজিদেই সকাল আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন সানি ইমাম মাওলানা ইসমাইল হোসেন। এ জামাতে মহিলারাও অংশ করেছেন বলে ইমাম জানান।
তৃতীয় প্রধান ঈদের জামাত হয়েছে চরপাড়ার জেলা প্রশাসক ঈদাগাহ মাঠে। এ জামাতের ইমামতি করেন চরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সহিদুল ইসলাম। উক্ত জামাতসমূহে বিশেষকরে দেশের শান্তি, সমৃদ্ধি, সুখ এবং বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়।