মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টরের কার্যালয়ের দুটি চাম্পল গাছ অনুমতি ছাড়াই কর্তন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিছন্নতা কর্মী মনিরা বেগম সোমবার ২০ ফুট লম্বা একটি চাম্পল গাছ ও আরেকটি গাছের অর্ধেক কেটেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টরের কার্যালয়ের পশ্চিম পাশে একটি ৪০ ফুট লম্বা ও আরেকটি ২০ ফুট লম্বা মেহগনি গাছ ছিলো। তবে গাছ দুটি কাটার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমতি নেওয়া হয়নি।
গাছ কাটার বিষয় পরিছন্নতা কর্মী মনিরা বলেন, আপনারা আমার সাথে হাসপাতালে চলেন। তাহলেই সব জানতে পারবেন। স্যারদের মৌখিক অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং জানান, গাছ কাটার অনুমতি আমি দিতে পারি না। আর আমি অনুমতি দেইনি। আমি কিছুই জানিন। আমি লোক পাঠিয়ে বিষয়টি দেখতেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েমা হাসান বলেন, তারা কি কারনে গাছগুলো কাটছে তা আগে আমি জেনে নেই। তারপরে ব্যবস্থা নেওয়া হবে।