জালাল আহমেদ, পটুয়াখালীঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বৃহষ্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে উক্ত সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মোঃ আশ্রাফ আলী হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম, খান মোঃ আবুবকর সিদ্দিকী ও মোঃ আব্দুস ছালাম খান। ভাইস চেয়ারম্যান পদে মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক শাওন, মোহাম্মদ দুলাল, মোঃ নুরুজ্জামান, মোঃ রিপন, মোঃ রাসেল ও মোঃ জহিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ হাচিনা বেগম, আয়শা সিদ্দিকা ও মাহবুবা মোর্শেদ (রানু)।