মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ বছর সাজাপ্রাপ্ত সোহেল আকন ও হাজেরা বেগম নামে দুই স্বামী-স্ত্রীকে তিন ডিসেম্বর ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
রবিবার (৩ ডিসেম্বর) রাত ৯ টায় গ্রেপ্তারের এ তথ্য জানিয়েছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
সোহেল আকন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মুনসুর আলী আকনের ছেলে ও হাজেরা বেগম সোহেল আকনের স্ত্রী।
থানা পুলিশ জানায়, ২০০৫ সালে করা একটি হত্যা চেষ্টা মামলায় সোহেল আকন ও তার স্ত্রী হাজেরা বেগমের ৫ বছরের সাজা হয়। এছাড়াও তাদেরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। সাজা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলেন।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।”