মাসুম আহমেদ মীরা, মালয়েশিয়াঃ মালয়েশিয়ায় ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন ও ৫ জন আহত হয়েছেন। জানা যায়, বুধবার (১০ এপ্রিল) দুপুরে ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে পেরাক রাজ্যের কাম্পার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ, আলী আজগর ও সোহেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বন্ধু মোহাম্মদ সোহেল (২৪) পেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মাথায় ও বাম হাতে যখম হয়ে গুরুতর আহত হয়েছেন এবং অন্যরা স্বাভাবিক অবস্থায় রয়েছেন।
নিহত ৩ জন হলেন মোহাম্মদ আবদুল্লাহ, আলী আজগর ও সোহেল মিয়া। গাড়িতে থাকা ৮ বাংলাদেশীর মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ছাড়া বাকি সবাই ক্যামেরন হাইল্যান্ডসের একটি ফার্মে চাকুরী করতেন। আহতরা হলেন নাজা সিট্রার চালক কবির হোসেন (৩২), সাইফুল ইসলাম (২৫), রাজু মিয়া (২৭), সোহেল রানা (৩০) ও মোহাম্মদ সোহেল (২৪)। আহতদের চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ বলেন, "চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি এসে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় নাজা সিট্রার চালককে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তের পাশাপাশি চালক এবং ট্রাক চালকের রক্তের নমুনাও টক্সিকোলজি পরীক্ষার জন্য রসায়ন বিভাগে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১ (১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।"