1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু; ১ম দিনে ৫১৩ জন অনুপস্থিত ; বহিষ্কার-১ বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে সং*ঘ*র্ষ; আ*হ*ত -১০ ঈগল-৫ লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যাওয়া বাউফলের যাত্রীর লা*শ উদ্ধার পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন শিক্ষক বাবা, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু পটুয়াখালীতে ৭৫ পিছ ই*য়া*বাসহ এক মা*দক ব্যবসায়ী গ্রে*ফতা*র পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন বাউফলের এক হ*ত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন কা*রাদ*ণ্ড পটুয়াখালীতে জমিয়াতে হিযবুল্লাহ’র উদ্যোগে মানববন্ধন ও বি*ক্ষো*ভ মিছিল গা*জায় গ*ণহ*ত্যার প্রতি*বাদে পটুয়াখালীতে ছাত্রদলের বি*ক্ষো*ভ মিছিল বাউফলে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে আলোচনা ও নৌকা বাইচ অনুষ্ঠিত

“মানুষ এখন ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়”-আমীর মু. মামুনুল হক

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ খেলাফত মসলিস এর আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, “নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশের সংবিধানে কোন একটি ধারা সংযুক্ত করুন যেই ধারার মাধ্যমে আমার দেশে কুরআন সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী কোন আইন ও নীতিমালা কার্যকর হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। যেকোন কুরআন সুন্নাহ বিরোধী আইন হোক, যে কোন নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলদেশে অকার্যকর হবে, এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার জোর দাবী করছি।”

তিনি আরও বলেন, “আগস্ট বিপ্লবের পরে আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশের মানুষের সব রং দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে প্রথম বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ, এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।”

তিনি বুধবার (১৫ জানুয়ারী) রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে পটুয়াখালী জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আধিপত্যবাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা, খুন,গুমের কঠিন সমালোচনা করে বলেন, আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা- আলেম ওলামাদের ঐক্য রক্ষা করতে হবে। বিএনপি- জামায়াতের বাক বিতন্ডায় ঐক্য বিনষ্ট হয়ে বৈষম্যমুক্ত, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাঁধা সৃষ্টি হলে জামায়াত-বিএনপিকে দেশের মানুষ মেনে নিবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে সোচ্চার ও সতর্ক থাকারও আহবান জানান তিনি।

পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস আলী এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী আনোয়ার হোসেনের উপস্থাপনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, জেলা জামায়াতের সভাপতি অ্যাড. নাজমুল আহসান, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, বরিশাল যুব মজলিসের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন জেলা কমিটির সভাপতি হাফেজ মুফতী হাবিবুর রহমান, হাফেজ মাওঃ আঃ মতিন, হাফেজ মাওঃ মুফতী আনোয়ার হোসাইন, হাফেজ মাওঃ কাওছার আলী, হাফেজ মাওঃ মুফতী ওমর ফারুক, জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোতাহার উদ্দিন, শাহ মুহাম্মদ নিয়ামুল হক, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস, জেলা যুব মজলিসের সভাপতি মো. মহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা নিয়াজ ইমতিয়াজ। এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। গণসমাবেশে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট