জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্যপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচীর আলোকে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, প্রমত্যুষে ডিসি স্কয়ারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকাল ৭.৩০ মিনিট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরনে পুষ্পস্তাবক অর্পণ, ৮.৩০ মিনিট সার্কিট হাউজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধন প্রদান, বেলা ১১.৩০ মিনিটে ডিসি স্কয়ারে বিজয় মেলা উদ্বোধন, বাদ যোহর ও সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৪ টায় পটুয়াখালী স্টেডিয়ামে পটুয়াখালী জেলা পরিষদ একাদশ বনাম পটুয়াখালী পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধায় ৬ টায় ডিসি স্কয়ারে শিশুদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত, সুবিধাজনক সময়ে তিতাস সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্নুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রমান্যচিত্র প্রদর্শনী।