জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি’র সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং কুশপুত্তলিকা দাহ্য করেছে পটুয়াখালী জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ’র সদস্যরা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি আবুল বাশার কাসেমী এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জমিয়তে ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতী শেখ মুজিবুর রহমান, জেলা জমিয়তে ওলামা’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা উবাইল্লাহ ফারুক, যুগ্ম-সাধারন সম্পাদক মুফতী শাব্বির আহমাদ, জেলা যুব জমিয়ত’র সভাপতি মুফতী আবু জাফর, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুহাঃ ত্বহা বাকিবিল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা ভারতের পুরোহিত নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা হুশিয়ার করে বলেন, বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি মুসলমানরা কখনো সহ্য করবে না। বক্তারা কটুক্তিকারী ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতিশের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাবী করেন।
প্রতিবাদ সভা শেষে কটুক্তিকারী ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। এর আগে সকাল ১০ টায় শহরের অদূরে হেতালিয়া বাঁধঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ প্রায় দেড় কিঃ মিঃ সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে শত শত নেতা-কর্মী।