মোঃ মহিউদ্দিন, ভোলাঃ ভোলায় সাধারণ কৃষকদের রেকর্ডীয় জমি দখলমুক্ত করার দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার পূর্ব ইলিশা চর আনন্দ পার্ট-২ এর ভূক্তভোগী জমির মালিক সাধারণ কৃষকরা প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে কৃষকরা বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-২ এলাকায় প্রায় ৫০ বছর ধরে তাদের রেকর্ডীয় জমিতে বসতঘরে বসবাস ও কৃষি জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু প্রায় ১৫ বছর আগে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকজন ভূমিদস্যু তাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বসতঘরে হামলা ও ভাংচুর চালায় এবং তাদের ফসলি জমিসহ বহু পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদ করেছে। কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এখনও ওই ভূমিদস্যুরা তাদের জমি দখল করে রয়েছে।
এসময় বক্তব্য রাখেন, ভূক্তভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার, আজিজ ও কালু সর্দারসহ কৃষক এবং কৃষাণী-ছালেহা, খাদিজা ও আকলিমা বেগম।
তারা ভূমিদস্যুদের কবল থেকে তাদের জমি দখল মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।