মোঃ মহিউদ্দিন, ভোলাঃ ভোলায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া ২ লক্ষ ৯৯ হাজার ৯৮০ পিচ ইয়াবা ধ্বংস করা হয়েছে। যাঁর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সদর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্মতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ ও ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল ২৬ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র্যাবের যৌথ সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।