মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলাধীন ভূরিয়া ইউনিয়নের ভায়লা বাজারে গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে ভায়লা বাজারের ডাক্তার নিতাই চন্দ্র শীলের ঔষধের দোকান।
জানা যায় নিতাই চন্দ্র শীল গনেশ চন্দ্র শীলের পুত্র। তার দোকানে ছিলো তাদের বাড়ির দলিলপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র। দোকানে থাকা সকল ঔষধ পুড়ে সাই হয়ে গেছে। দোকানের মধ্যে থাকা একটি মটর সাইকেল পুরে ছাই হয়ে গেছে। নিতাই চন্দ্র শীলের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার দোকানের সকল ঔষধ এবং তার চলাচলের মটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। তাতে তার প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। আগুন দিয়েছে কারা জানতে চাইলে তিনি বলেন, গভীর রাতে দোকানে আগুন দিয়েছে কারা জানিনা। আমার এতো বড় ক্ষতি হয়েছে যে আমি একেবারে পথে বসে গেছি।
তার দোকানের পাশে থাকা একটি মুদি দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। দোকানির প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ বলেন, আমি আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকদের অবহিত করেছি। এবং প্রশাসনকে অবহিত করেছি। ঘটনা স্থানে পুলিশ এসে তদন্ত করে গেছে।