জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে স্মরন সভা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুল্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বিদ্যালয়ের প্রভাতী শাখার ইনচার্জ মু. বাবুল আক্তার ও দিবা শাখার ইনচার্জ মো. হুমায়ুন কবির। আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শামীম আহমেদ, সিনিয়র শিক্ষক শাহ আলম, সিনিয়র শিক্ষক শাহাদাত ইসলাম, সিনিয়র স্যানোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক সাইদুল হক আজাদ, সিনিয়র শিক্ষক মুহিদ উদ্দিন খান প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই-আগস্ট গণঅভ্যুল্থানের ঘটনাপ্রবাহের উপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. শাহ আলম।