ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পুর্ণিমার জোয়ারের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আকাশে মেঘ ও রোদের চলছে লুকোচুরি খেলা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর পায়রা বন্দরসহ বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে উত্তাল সমুদ্রে হাজারো পর্যটক এবং দর্শনার্থীরা সমুদ্রে গোসল ও হই হুল্লোড়ে মেতে ওঠেন। সমুদ্রের বড় বড় ঢেউ এসে সৈকতে আঁচড়ে পড়ছে। ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে সৈকতের বালিয়াড়ি। সৈকতে থাকা ছাতা বেঞ্চ সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে উত্তাল সমুদ্রে টিকতে না পেরে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া শত শত ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন নদনদীতে আশ্রয় নিয়েছে।