বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, "কেয়ামতের আগে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বিএনপি অযথাই তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলে দেশে বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপিতো নির্বাচনে অংশই নিতে পারছে না। কারন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নামে দুর্নীতির মামলা রয়েছে। বিএনপির নেতৃত্ব দেয়ার মতো কেউ নেই।" মঙ্গলবার বাউফল পাবলিক মাঠে নৌকা প্রতীকের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসম ফিরোজ এমপি এসব কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় সবাই ভোট দেবেন।"