জালাল আহমেদ, পটুয়াখালীঃ বাবা-মা হারা এতিম শিক্ষার্থী সামিয়া আক্তার অন্তি পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ন হয়েছে।
সামিয়া এ বছর পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। সে জিপিএ- ৪.৫৬ পয়েন্টে মেধা তালিকায় উত্তীর্ন হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজ আলম খানের একমাত্র কন্যা সামিয়া। মা আরও আগে চলে গেছেন। সামিয়া খুব ছোট বয়সে এতিম হয়ে দাদির তত্ত্বাবধানে থেকে লেখা পড়া করে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ন হওয়ার খবর পেয়ে বাবার কথা মনে করে কান্নায় ভেঙ্গে পড়ে। সামিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে বাবার স্বপ্ন ও দাদির আশা পূরন করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে। স্কুলের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের কাছেও দোয়া চেয়েছে সামিয়া।