এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ইয়াবা সহ আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই সেচ্ছাসেবক নেতার বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানার ওসি কামাল হোসেন ও ওসি (তদন্ত) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় একজন শিক্ষক বলেন, লিটনের মতো মানুষের জন্য এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে, এজন্য আমরা কৃতজ্ঞ।
এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লিটন খন্দকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আবার একটি মামলা দায়ের করে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগেও লিটনের বিরুদ্ধে একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে।