মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১১৮ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। প্রতি জনকে ১ বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হয় । বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ঢেউটিন ও চেক বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স,ম ফিরোজ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান, সাবেক মুৃক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।