এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের শিকদার বাজারের সেলুন ব্যবসায়ী সুনীল কর্মকার যখন আড়ালে একজন মাদক কারবারি। পরে স্থানীয়রা হাতেনাতে আটক করে থানা পুলিশে সোর্পদ করে।
সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক সুনীল চন্দ্র (৩৮) মেহেন্দিপুর গ্রামের সুদীস কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানান, বাজারে সেলুনের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজার ব্যবসা করে আসছিলো সুনীল চন্দ্র। সোমবার সন্ধ্যার দিকে দুই স্কুল ছাত্রের কাছে গাজা ও ইয়াবা বিক্রির সময় রনী ও কাওছার সিকদারসহ স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ পিছ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ তাকে থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত একই এলাকার ফয়সাল দর্জি ও রবিউল সিকদার নামে দুই সহযোগী সাপ্লাইয়ারের নাম প্রকাশ করে সুনীল।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “সুনীল চন্দ্রের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।”