মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ মত বিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিসাদ প্রমূখ।
মত বিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ। মত বিনিময় সভায় আ স ম ফিরোজ এমপি বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতি করিনা। প্রতিযোগিতার রাজনীতি করি। এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে ৮ বার এমপি নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক হিসাবে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।” এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমার গঠনমূলক সমালোচনা করলে আমি অখুশি হবোনা। কোন ভুল হলে আমাকে বলবেন সুধরে নেব। কিন্তু মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার ও বাউফলবাসীর ভাবমূর্তি নষ্ট করবেননা।”