এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল হালিমের উদ্যোগে অসহায় ও গরীব নারী পুরুষদের মধ্যে শাড়ি কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল থেকে সারাদিন ব্যাপি কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠির গ্রামের নিজ বাড়িতে বসে প্রায় কয়েকশত অসহায় ও গরীব ওই নারী পুরুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এবিষয়ে আবদুল হালিম বলেন, “আসছে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ঈদ ভাগাভাগি করে নিতে আমার সামর্থ অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও কয়েকশত অসহায় গরীব নারী পুরুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও পাঞ্জাবি বিতরণ করছি। আমরা নতুন কাপড় চোপড় পড়ে ঈদ উদযাপন করবো। অনেক সময় দেখা যায় অনেকে টাকার অভাবে ভালো কাপড় কিনতে বা পড়ে ঈদ উদযাপন করতে পারে না। তাই আমি তাদের ভাই বা সন্তানের মতো হয়ে একটু পাশে দাঁড়িয়েছি। এভাবেই তাদের পাশে থাকতে চাই সবসময়।”