1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
“নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব

বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটর সাইকেল চাপা দিয়ে মাসরুফা (৫) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় গ্রাম পুলিশ জসীম মৃধার বাসায় হামলা ভাংচুর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ব্যবসায়ী চুন্নু মৃধা ঈদ উপলক্ষে স্বপরিবারে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার শিশু কন্যা মাসরুফাকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ খবর পেয়ে কতিপয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা(৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা(৩৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে গ্রাম পুলিশ জসীম মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।

গ্রাম পুলিশ জসীম মৃধার স্ত্রী সালমা বেগম বলেন, “আমার স্বামীর কোনো অপরাধ নেই। সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ও জামাল সহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়িতে ভাংচুর চালায়। আমি এ ঘটনার বিচার চাই”

চুন্নু মৃধা বলেন, “মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার ৫ বছরের মেয়েকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার মৃধার ছেলে সুমন। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। এরপর কারা মারামারি করেছে আমার জানা নেই।”

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “একটি বাচ্চার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট