মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ বাউফলের বগা ইউনিয়নের কৌখালী জনকল্যান সংস্থার (কেজেএস) উদ্যোগে ২'শ দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ, তৈল, ছোলা বুট ও মুড়িসহ ১১ আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ৯টায় ৬০ নং কৌখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি ইফতারের প্যাকেটমূল্য ছিল ১ হাজার ৫শ টাকা। এ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের ১০ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সহকারী কোষাধ্যক্ষ মোঃ মোজ্জাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম, উপদেষ্টা খলিলুর রহমান, রুহুল আমিন হাওলাদার ও জসিম উদ্দিন বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন। ওই সংস্থার সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ সোলায়মান সামী ভিডিও কলের মাধ্যেমে বিতরণ কার্যক্রম মনিটর করেন।
কৌখালী জনকল্যান সংস্থার সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, ২০২৩ সাল থেকে সংস্থাটি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার গরীব, অসচ্ছল, নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছে। কোন অসহায় মানুষ অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসা দেয়া, গরীব শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়ে সহায়তা করা হচ্ছে। গত বছরও তারা এলাকায় শতাধিক অসচ্ছল সত্তরোর্ধ ব্যক্তিদের মাঝে ছাতা বিতরণ, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান, অর্ধশত অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদানসহ লাশ পরিবহন ও দাফনের ব্যবস্থা করা হয়।