মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকায় রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় ইব্রাহিম (৪০), রুনু বেগম (৩৫) ও তার ভাই জামাল উদ্দিন (৪০) নামের তিন জনকে আটক করা হয়েছে।
মাদকমুক্ত কালাইয়া নামের একটি সংগঠনের পরিচালক মাসুম সিদ্দিকী জানান, আটককৃতদের আগ থেকেই নজরদারির মধ্যে রাখা হয়। এরপর ঘটনার দিন সংগঠনের এক সদস্য উপজেলার মদনপুরা এলাকার ইব্রাহিমকে গাঁজাসহ হাতে নাতে আটক করেন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী রেজাউলসহ তার স্ত্রী রুনু বেগম ও তার ভাই জামাল উদ্দিনকে আটক করলেও কৌশলে রেজাউল পালিয়ে যায়।