মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ আগামী ২৪ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাউফল স্বাস্থ্য কমপেলেক্স মিলনায়তনে উপজেলা এইচপিভি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাক্তার মিরাজ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, ওসি মোঃ কামাল হোসেন, ডাঃ সানজিদা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন ও প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
সভায় প্রশান্ত কুমার সাহা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোধের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।