মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুখালীর বাউফলে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চীফ হুইপ, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারাম্যান মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, ওসি শোনিত কুমার গায়েন, জেলা পরিষদের সদস্য শাহাজাহান সিরাজ। সংবর্ধণায় অরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্যগণ, সাংবাদিক ও সুধীজন।
এরপর দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।