পটুয়াখালী প্রতিনিধিঃ রবিবার ১৪ এপ্রিল সকাল ১১ টায় বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে “নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রিয় দৈনিক সাথী’র সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হালিম সহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ।
আলোচনায় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে উজ্জীবীত হয়ে ইসলামিক জীবনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবীত হয়ে বাঙ্গালী চেতনাবোধ নিয়ে দেশপ্রেমের উপর জোর দেন।