জেছমিন, পটুয়াখালীঃ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর মহাসচিব মোঃ শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ ও যুগ্ন-মহাসচিব মোঃ মাসুদ পারভেজ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পটুয়াখালীর বিভিন্ন মাদ্রাসার জেনারেল টিচারদের উপস্থিতিতে ও তাদের সম্মতিক্রমে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম বাহারকে পটুয়াখালী জেলা শাখার আহবায়ক ও বাজারঘোনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব করে একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়।