ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালী থেকে বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক সাথী পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকার, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, দৈনিক সাথী পত্রিকার সহ-সম্পাদক ও মৌকরন বিএলপি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক সাথী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।