সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৮ মে) সকালে সংস্থাটির উদ্যোগে প্রথমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
“বাঁচিয়ে রাখি মানবতা” প্রতিপাদ্য নিয়ে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। পরে ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাঈম, সহকারী পরিচালক ফারুক হোসেন, সাবেক যুব প্রধান মাকসুদুর রহমান, বর্তমান প্রধান জুবায়ের হোসেন নাসিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে বিভিন্ন কাজে অবদান রাখায় সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ এলাকায় সব সময়ই মানবিক সহায়তা নিয়ে হাজির হয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের জীবন আত্মাহুতি দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে এমনও নজির রয়েছে। এছাড়াও যেকোন অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে রেড ক্রিসেন্টের সদস্যরা।