ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ ‘সাথে আছি সব সময়’ স্লোগানে বাংলাদেশের সর্বাধিক ফুল এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশনের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড সুলতান আহমেদ মৃধা।
এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ-সভাপতি ও বিএলপি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম রানা, যুগান্তরের স্টাফ রিপোর্টার জলিলুর রহমান, দৈনিক পটুয়াখালী বার্তার নির্বাহী সম্পাদক মাকসুদুর রহমানসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এসময় বক্তারা বলেন, সংবাদ ও বিনোদনে দেশ ও প্রবাসে কোটি কোটি বাঙ্গালীর হৃদয় জয় করেছে এস এ টেলিভিশন। সমস্যা ও সম্ভাবনা সাবলীল ভাবে উপস্থাপনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতির বিকাশে ভূমিকা রাখছে চ্যানেলটি। আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানেও এসএ টেলিভিশন প্রধান সহযোগী হবে বলেও আশা ব্যক্ত করেন তারা।