সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণের জন্য কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে স্কুলের পক্ষে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সাফিয়া আকতার, কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কে এম মোজাম্মেল এবং স্কুলের অভিভাবক ও শিক্ষক মণ্ডলী।
উল্লেখ্য, কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুল পটুয়াখালী শহরে বিগত দুই যুগ ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এটি শিশু শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান যা ইতোমধ্যে সকল মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।