ইশরাত লিটন, পটুয়াখালীঃ বুধবার (৪ ডিসেম্বর) ৬:০০ ঘটিকায় সরকারি সফরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ এএফডব্লিউসি, পিএসসি বরিশাল রেঞ্জে আগমন করবেন।
মহাপরিচালক বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বরিশাল রেঞ্জ, পটুয়াখালী ও বরিশাল জেলা পরিদর্শনসহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় এবং সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।
এছাড়াও ২২ আনসার ব্যাটালিয়ন, কলাপাড়া, পটুয়াখালী বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং দরবারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ও দরবার শেষে বৃক্ষরোপন করবেন বলে জানা গেছে।