রিপন মালী, বরগুনাঃ মহালয়া হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা দেবী দুর্গার আগমনের সূচনা করে। এই দিনটিকে দুর্গাপূজার সূচনা হিসেবেও বিবেচনা করা হয়। মহালয়া ২০২৩ সালের ১৪ অক্টোবর (২৬ আশ্বিন) শনিবার।
বরগুনায় বণার্ঢ্য আয়োজন করা হয়েছে মহালয়া অনুষ্ঠান। আগমনী সঙ্গীত, চন্ডি পাঠ, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মহালয়ার আয়োজন করে বরগুনার নবগঠিত সাংস্কৃতিক সংগঠন চিত্রাঙ্গদা।
এ উপলক্ষে সকল ৭ টায় বরগুনার সার্বজনীন আখড়া বাড়িতে অনুষ্ঠানের সূচনা করে সৃজনী সংগীত একাডেমি সদস্যরা। আগমনী সঙ্গীত ও চন্ডি পাঠের পর অনুষ্টিত হয় নৃত্য নাট্য ”মাতৃরূপেন”। যা বরগুনার একটি ভিন্ন রকম আনন্দের অনুভূতি যোগায়।
এই অনুষ্ঠানটি পরিবেশন করে চিত্রাঙ্গদা সাংস্কৃতিক সংগঠন।এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস। উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখঞ্জন শীলপূজা উদযাপন কমিটি সম্পাদক খোকন কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখঞ্জন রায় প্রমুখ।
মহালয়া হল বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটিতে, বাঙালিরা দেবী দুর্গার আগমনের জন্য প্রস্তুত হয়। মহালয়ার দিনটিতে, বাঙালিরা বিভিন্ন রীতিনীতি পালন করে এবং বিভিন্ন অনুষ্ঠান করে।