রিপন মালী, বরগুনাঃ বরগুনার আমতলীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে এবং এখনো ২জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নারী ৭, শিশু ২ ও নিখোজ ২ জন।
শনিবার (২২ জুন) দুপুর ১.৩০টার দিকে হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু।
জানা যায়, দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এ ঘটনায় আহতাবস্থায় উদ্ধার হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, নিহতদের মধ্যে ০৯ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী ও দুইটি শিশু। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুসারে গাড়িটিতে আরও দুইজন যাত্রী ছিলো। তাদের মধ্যে দুইজনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ থাকা বাকি দুইজনকে উদ্ধারে পুলিশ, ফায়ারসার্ভিস, ডুবুরী দল সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন উদ্ধার অভিযানে কাজ করছে। ঘটনাস্থলে স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছেন।