রিপন মালী, বরগুনাঃ উপকূলীয় জেলা বরগুনায় দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে দুই বছরের জন্য যৌথ কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এসিটি প্রকল্পের আওতায় জাগোনারীর পাঠশালা প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ফুলঝুরি ও গৌরিচন্না ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণিঝড় পস্তুতি কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট, স্কাউটস, বিভিন্ন মোবাইল টেলিকমিউনিকেশন ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান প্রতিনিধিসহ সরকারি ও সেচ্ছাসেবী সংগঠনের ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। এছাড়াও এসময় জাগোনারীর কমিউনিকেশন ডিরেক্টর মো. ডিউক ইভনে আমিনসহ এসিটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ঘূর্ণিঝড় পস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনার টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, “দুর্যোগের ঝুঁকি হ্রাসে যৌথ পরিকল্পনার এ আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কারণ এর মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় করে আগামী দুই বছরের জন্য বরগুনায় দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে আনা সম্ভব হয়েছে। ফলে উপকূলীয় মানুষ সচেতন হয়ে উঠেছে। এই ধারাবাহিকতা রাখার প্রচেষ্টায় সচেতন মহল সব সময় বিভিন্ন ভাবে কাজ করে আসছে।”