1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র বাউফলে গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু পটুয়াখালীতে তালাবদ্ধ ঘর থেকে হাত-পা বাঁ*ধা এক কৃষকের অর্ধগ*লিত লা*শ উদ্ধার বাউফলে দু’গ্রুপের সংঘ*র্ষে আ*হ*ত -১৪ ফি*লি*স্তিনে ই*সরা*ইল কর্তৃক গ*ণহ*ত্যার প্রতি*বাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বি*ক্ষো*ভ বরগুনায় দীর্ঘ ২১ বছর পরে প্রেমের টানে ছুটে আসা ডেনিশ নারীর পূর্ণতা দিল প্রেমিক মান্নু ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন সাংবাদিককে হুমকির প্রতিবাদে বাউফলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু; ১ম দিনে ৫১৩ জন অনুপস্থিত ; বহিষ্কার-১

বরগুনায় দীর্ঘ ২১ বছর পরে প্রেমের টানে ছুটে আসা ডেনিশ নারীর পূর্ণতা দিল প্রেমিক মান্নু

রিপন মালী, বরগুনাঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

রিপন মালী, বরগুনাঃ প্রেম কখনোই সময়, দূরত্ব কিংবা অভিমানকে পরাস্ত করতে পারে না। মহাসাগর কিংবা সাগর দুরত্ব যা-ই হোক, প্রেমের কাছে হার মানতেই হয়—এমনটাই প্রমাণ করলেন সাংবাদিক মান্নু ও রুমানা মারিয়া দম্পতি।

দীর্ঘ ২১ বছর যোগাযোগ না থাকার পরেও ফেসবুকের মাধ্যমে একে অপরকে খুঁজে পেয়ে নিজের মনের মানুষের কাছে সুদূর ডেনমার্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন রুমানা মারিয়া নামের এক ডেনিশ নারী। এদিকে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে মনের মানুষকে অভ্যর্থনা জানাতে বরগুনা থেকে রাজধানী ঢাকায় ছুটে গিয়েছেন প্রেমিক মাহবুবুল আলম মান্নু। দেখা করে মনের মানুষ ওই ডেনিশ নারীকে নিয়ে নিজ বাসায় ফিরে এসেছেন মান্নু। মাহবুবুল আলম মান্নু দৈনিক আমাদের সময়ের বরগুনা প্রতিনিধি ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি।

পরিবার সুত্রে জানা যায়, সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা এলাকার আকন বাড়ীর বাসিন্দা তরুন মান্নু নব্বইয়ের দশকে জীবিকার তাগিদে পাড়ি জমান ডেনমার্ক। আর সেখানেই বন্ধুর ফাস্টফুডের দোকানে আসা ক্রেতা তরুণী রুমানা মারিয়ার সাথে পরিচয় হয় মান্নুর। সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব ও প্রেম হয় দুজনের। বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের দেড় বছর অতিবাহিত হওয়ার পরে ১৯৯৭ সালে সুখের সংসার বাঁধার রঙিন স্বপ্ন নিয়ে বিয়ে করেন মান্নু ও রুমানা।

প্রেমিকার ইচ্ছে পুরনে ওই বছরেই ডেনিশ নাগরিক স্ত্রী রুমানা মারিয়াকে নিয়ে বাংলাদেশে নিজ জেলার বরগুনা সদর থানার পিছনে নিজস্ব ভবনে আসেন তিনি। শোনা যায় আকন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে নামমাত্র ফি নিয়ে উপকূলীয় এ জেলার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা করা শুরু করেন এই দম্পতিরা।

সেই সময় স্থানীয় রাজনৈতিক ও চিকিৎসক নেতাদের চাপে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়ে বাধ্য হয়ে ২০০০ সালে স্ত্রী রুমানা মারিয়াকে তার বাবা মায়ের কাছে ডেনমার্কে পাঠান মান্নু। এরপর তিনি সাংবাদিক পেশায় নিযুক্ত হন। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপরেও প্রায় তিন বছর টেলিফোনে যোগাযোগ থাকলেও পরবর্তীতে তাদের যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এসময় পরিবারের চাপে পরে মান্নুর সাথে বিবাহ বন্ধন ছিন্ন করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুমানা মারিয়া। সেখানে বনিবনাত না হওয়ায় সেখান থেকেও বিবাহ বিচ্ছেদ করেন রুমানা মারিয়া।

ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাঙালীদের সাথে যোগাযোগ করে এবং ফেসবুকের মাধ্যমে প্রায় ২১ বছর পরে মাহবুবুল আলম মান্নুর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় ওই ডেনিশ নারী। চলতে থাকে দুজনের কথপোকথন। প্রিয় মানুষের একটু সন্নিধ্য লাভের জন্য ২৪ বছর পরে বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) কর্মস্থল থেকে মাত্র দশ দিনের ছুটি নিয়ে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসেন রুমানা মারিয়া। ওইদিন আসর নামাজবাদ সদর থানার পিছনে সেই বাসায় এক লক্ষ টাকা দেনমোহরে মান্নু ও রুমানার আবার বিবাহ হয়। এসময় মান্নুর আত্মীয় স্বজন, স্থানীয় প্রতিবেশীসহ বরগুনার সকল সংগঠনের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদকর্মী মাহবুবুল আলম মান্নু বলেন, “তিন বছর যোগাযোগ থাকলেও প্রায় ২১ বছর আমাদের দুজনার যোগাযোগ বিছিন্ন ছিলো। গত জানুয়ারী মাসে ফেসবুকের মাধ্যমে আমাদের যোগাযোগ হয় এবং তাকে আমি চিনতে পারি। রুমানা মাত্র দশ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে। এ্যাম্বাসির সাথে কথা হয়েছে, আমাদের ম্যারেজ সার্টিফিকেট সেখানে জমা দিলে তার দীর্ঘ সময় বাংলাদেশে থাকার ব্যবস্থা হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও যদি আমি তার সাথে ডেনমার্কে চলে যাই তাতে রুমানার কোন আপত্তি নাই। আর যদি না যাই তাহলে সে আগামী মাসে তার কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে বাংলাদেশে চলে আসবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট