রিপন মালী, বরগুনাঃ ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার স্কুলের শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান নিবন্ধন করতে সচেতন করার জন্য স্কুল ক্যাম্পেইনের পাশাপাশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বরগুনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখ থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফের সভাপতি এহসান আহমাদ নোমান, সহ-সভাপতি মহিউদ্দিন অপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল প্রমুখ।
জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীদের মৃত্যুহার শূন্যের কোটায় নামিয়ে আনতে স্কুল পর্যায়ে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে এইচপিভি টিকাদান কার্যক্রম। এই টিকাদান কার্যক্রমে যেন প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণি বা সমমানের ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা নিবন্ধন করে গ্রহণ করে তার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই স্কুল ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে এই ক্যাম্পেইন থেকে টিকা পেতে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ।
এই ক্যাম্পেইনে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে ৪ নভেম্বর পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) সহায়তায় এ টিকাদান কর্মসূচি শুরু হবে। বরগুনায় স্কুল ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করছে সামাজিক সংগঠন সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ।
ঢাকা বিভাগ ব্যতীত সাত বিভাগে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি এক মাস পর্যন্ত চলবে।