রিপন মালী, বরগুনাঃ বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনের ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয় । মৃত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধান ক্ষেত দেখতে যায় আব্দুর রহমান। এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধানক্ষেতে গিয়ে মৃত ভাইকে দেখতে পেয়ে পরিবারের কাছে জানায়। পরে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের দংশনে মারা গেছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরান আলম বলেন, খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এই যুবকের।